Diner Seshe Ghumer Deshe Lyrics (দিনের শেষে ঘুমের দেশে) – Rabindra Sangeet

Diner Seshe Ghumer Deshe Lyrics (দিনের শেষে ঘুমের দেশে) by Rabindra Sangeet Song Is Sung by Hemanta Mukherjee From Bengali Movie Anindita (1972). Diner Seshe Ghumer Deshe song Lyrics by Rabindranath Tagore and Starring: Gita dey, Mousami chatterjee, Mrinal Mukherjee, Subhendu Chatterjee.

Diner Seshe Ghumer Deshe Song Lyrics by Rabindra Sangeet Song
Diner Seshe Ghumer Deshe Lyrics by Rabindra Sangeet – Anindita (1972)

Diner Seshe Ghumer Deshe Song Details

Song : Diner Sheshe Ghumer Deshe (দিনের শেষে ঘুমের দেশে)
Movie : Anindita (1972)
Singer : Hemanta Mukherjee
Lyrics : Rabindranath Tagore
Label : Angel Digital

Play Online

Diner Seshe Ghumer Deshe Music Video

Diner Seshe Ghumer Deshe Lyrics In Bengali

দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা’পরা ওই ছায়া,
ভুলালো রে ভুলালো মোর প্রাণ।
ও পারেতে সোনার কূলে
আঁধার’মূলে কোন্ মায়া
গেয়ে গেল কাজ’ভাঙানো গান,
দিনের শেষে।

নামিয়ে মুখ চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়,
তাদের পানে ভাটার টানে
যাবো ওরে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে দিন যে চলে যায়,
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়.. দিনের শেষে।

সাঁজের বেলা ভাটার স্রোতে
ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে।
কেমন করে চিনবো ওরে
ওদের মাঝে কোন্‌খানা
আমার ঘাটে ছিলো আমার দেশে,
দিনের শেষে।

ঘরেই যারা যাবার
তারা কখন গেছে ঘরপানে,
পারে যারা যাবার গেছে পারে।
ঘরেও নহে, পারেও নহে
যে জন আছে মাঝখানে,
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে।

ফুলের বাহার নেইকো যাহার
ফসল যাহার ফললো না,
অশ্রু যাহার ফেলতে হাসি পায়।
দিনের আলো যার ফুরালো
সাঁজের আলো জ্বলল না,
সেই বসেছে ঘাটের কিনারায়,
ওরে আয়..
আমায় নিয়ে যাবি কে রে
দিন-শেষের শেষ খেয়ায়,
ওরে আয়.. দিনের শেষে।

Rate this post

Leave a Comment